একুশ মানে কৃষ্ণচুড়া
একুশ মানে পলাশ,
একুশ মানে ভোরের শিশির
একুশ খোলা আকাশ।

একুশ মানে প্রভাত ফেরি
একুশ জাতির মান,
একুশ মানে আমার মায়ের
ঘুম পারানি গান।

একুশ মানে রক্তে ভেজানো
একুশ মানে লাল,
একুশ মানে সূর্যে রাঙানো
স্বর্ণালি এক সকাল।

একুশ মানে রাঙা পোষ্টার
একুশ বজ্রমুষ্ঠি,
একুশ মানে জীবনের দামে
বাঙালীর মনতুষ্টি।

একুশ মানে রাষ্ট্রভাষা
একুশ মানে স্লোগান,
একুশ মানে গোলাপ গাঁধার
উজার হওয়া বাগান।

একুশ মানে প্রতিবাদ আর
একুশ মানে গর্জন,
একুশ মানে দাবি আদায়
একুশ মানে অর্জন।

একুশ মানে উন্নত শির
একুশ মায়ের হাসি,
একুশ আমার মায়ের ভাষা
একুশ ভালোবাসি।


রচনাকালঃ ২১ ফেব্রুয়ারি ২০১৫