একটা হটাৎ নির্লজ্জ শহুরে ঝড়-বৃষ্টি
সভ্যতাকে লন্ডভন্ড করে দেয়,
অসহায় শৃঙ্খলা থমকে থাকে
আমার বিশৃঙ্খল জীবনটা তোমারই গড়া
লুকিয়ে পড়িনা কোন মলে অথবা
নবনির্মিত মেট্রোরেলের নীচে
আমার ভালোলাগারা উন্মুক্ত হয়
এক নৈরাজ্যের যানজটে
তুমি এরকমই করে ফিরে এসো
বারেবারে নির্দ্বিধায়
নিয়মের একঘেয়েমির সুসজ্জিত পথে
আমি অপেক্ষাতে থাকি
কৈশোরের বাঁকের দিনগুলিতে
অবিশ্রান্ত বৃষ্টি ধারায় সতেজ হতে
তুমি এসো দুটি নিষ্পাপ চোখ ঠোঁট নিয়ে
আমায় ভিজিয়ে দিতে-উড়িয়ে দিতে
এক অজানা শিহরণের বিস্ফোরনে
ইকারাস