যখন দেখি একই জিনিস
আসছে ঘুরে ঘুরে,
বিরক্তিতে তখন ভাবি
ফোনটাই দি ছুঁড়ে।
কিযে হলো মানুষ গুলোর
কিযে তাদের মতি,
ফেসবুকেতে মজে থেকে
করছে নিজের ক্ষতি।
আমিও আছি এই দলেতে
এটাই হলো সত্যি,
বড় ছোট সবাই মজে
হোকনা সে একরত্তি।
কেউ দিচ্ছে নিজের ছবি
নানান ভঙ্গিমায়,
কেউ আবার দিচ্ছে ছবি
হোটেল রেস্তোরাঁয়।
কেউ ঝাড়ছে মন খুলে জ্ঞ্যান
তাবৎ মনীষীর,
কেউবা আবার দিচ্ছে ছবি
কালী বা ভবানীর।
কেউবা করে শুধুই শেয়ার
নিজের কিছুই নেই,
কেউবা আবার শুধুই পড়ে
চালাক হলো সেই।
স্বাস্থ নিয়ে খুব সচেতন
গুটি কিছু লোক,
বলে দেবে নানান উপায়
হয় যদি রোগভোগ।
কেউ কিন্ত স্টেটাস দেবে
সকাল থেকে রাত,
লাইক দিয়ে কেউবা আবার
দিচ্ছে তাদের সাথ।
কেউ করে খুব ফুটানি
বড়লোকি চাল,
কেউবা করে সমালোচনা
মন্ত্রী নেতার হাল।
প্লেনের ছবি যায়না যে বাদ
ওটা দেওয়া চাই,
কেউবা দেয় তাদের ছবি
যাদের কিছুই নাই।
হরেকরকম আছে মজা
সুখদুঃখের মাঝে,
সবকিছু নয় উল্টাসিধা
একটু লাগে কাজে।
পৃথিবীটা ছোট্ট হয়ে
ঢুকেছে ফেসবুকে,
এতেই সবাই বেঁচে আছে
দেখে ওকে তাকে।
দুনিয়ার এই রঙ্গমঞ্চ
হাতেই কুক্ষিগত,
এখানেই আমরা সবাই
করছি খেলা যতো।
ইকারাস