প্রকারন্তরে এটা বলা যেতেই পারে ----
     'সব ভালোলাগা সূখেতেই নিবদ্ধ'
         এমনটা নাও হতে পারে;
শেষপ্রান্তে শুরুর একটা        
                           ভূমিকা অনস্বীকার্য।  
তবুও কোথাও একটা সন্দেহ উঁকি দেয়,
তাই কাজল নয়নার চোখে শ্বাপদের দৃষ্টি।
                   আমি আশ্চর্য হইনা!  
          আবার হায়নারাও শাবক লালন করে
             এক অদ্ভুত মাতৃস্নেহে
      
সব উল্টাপাল্টা হয়ে যায়!  
     তবুও ভাবনার বোকামিতে
পেয়ে বসে বারেবার।  
             যা লিখি সবই হাবিজাবি;
          তবুও লিখি আর লিখেই চলি....
                   এক অজানা তাগিদে





                    ইকারাস