যখন গভীর নিঃশব্দের রাত জন্ম নেয়
চুপিচুপি ক্লান্ত শহরের রাজপথে,
ল্যাম্পপোস্টের আলোরা  
অসঙ্কোচে মায়া খেলা খেলে
গাছের পাতাদের সাথে সারা রাত।  
কত সুনিবিড় এই ছায়াদের ভালোবাসা;  
অনিদ্রা আমাকে মেলে ধরে তার রূপ!
প্রাচীন চাঁদ নক্ষত্র চোখ মেলে চেয়ে থাকে ;
লিখে চলে ইতিকথা
এক শহরের প্রতি রাতে।  
বিড়ালের মত চুপিচুপি ভাবনারা
বাসা বাঁধে নিদ্রাহীন কিছু মনে;
আশা নিরাশার শ্বাসপ্রশ্বাস শোনা যায়,  
রতি সুখ ঢলে পড়ে ক্লান্ত ফুটপাতে।
রাজপথ শুয়ে থাকে কত ক্ষত বুকে,
দিবালোকে নিজেকে বিকোয় অনিচ্ছাতেও;  
নিপীড়িত এক মূক শুধু পায়  
নিঃশব্দের মাঝ রাতটুকু
নিজের মতন করে।
কত ফিসফাস মিশে যায় হাল্কা বাতাসে,
বয়ে নিয়ে চলে পরিতাপ
হয়তোবা আর অন্যকিছু,
তা শুধুই জানে রাতের একাকী
নিঃশব্দের শূন্য রাজপথ।


                 ইকারাস