চারিদিকে শুধুই প্রগতি
আর চকচকে সব চোখ ধাঁধাঁনো রঙের মেলা;
কোথাও এতটুকু বিষন্নতা নেই।

আমিও আমার চারপাশ সাজাবো,
নিজেও রঙ্গীন হব।

আমার গাড়ী বাড়ী জামা জুতো
সব সব রঙ্গীন হলো।  
এবার নিজেকেও সাজালাম;
চুল সোনালী ঠোঁট লাল,
এমনকি আমার চামড়ার রঙও বদলে নিলাম
উল্কী এঁকে ফর্সা হওয়ার ক্রিম মেখে
তবে রক্তের রঙ পাল্টাতে গিয়ে দেখি
কবেই কুচকুচে কালো হয়ে গেছে!

ও নিয়ে ভাবিনা,
কারণ ওটা লোকচক্ষুর আড়ালে।  





                      ইকারাস