শিউলি ফুলের দখলদারি
উদাস উঠোন বুক পেতে
মেঘগুলো সব বোকার মতন  
কবির কাছে হাত পাতে

বিসর্জনের খড় কাঠামো
দুর্গা গেছে কৈলাসে
অফিস ঘরের পিএনপিসি
ভাবলে কেমন জ্বর আসে

মন খারাপের রাস্তাঘাটে
শহর চলে অলস পায়
তবুও যেন জাত ভিখারীর
পথ ভেসে যায় ব্যস্ততায়

নতুন পোশাক প্রবীণ হয়ে
খাচ্ছে আছাড় ধোপার ঘাট
হাল্কা কাদা শুকিয়ে এখন
ডাকছে আবার খেলার মাঠ

দিন আর রাতের ভাব কমেছে
কুকুর গুলোর স্বস্তি আজ
আলোক বিহীন গভীর রাতে
গরীব মানুষ ঢাকছে লাজ

কিসের মজা কিসের পুজো
প্রশ্ন অনেক ভাবুক মন
কী কারণে চারটি দিনে
মানুষ এমন লোটায় ধন







               ইকারাস