নিস্পত্তি




একটা দুটো কথাতেই.. বাকি এখনো অনেক
বহমান সন্দেহ স্রোত, মজা নদীর মতন
তাড়া  থাকলেও অপেক্ষায় থেকো ক্ষণেক
আকাশের অবুঝ আকুতি, উল্কার পতন

অসাবধানে নিষিদ্ধ শীৎকার, রাতে ব্রাত্য নয়
ডাকতে না চেয়েও ডাকতে হয়। রাতচরা পাখি
প্রেমের জটিলতা, কাটাকুটি খেলা। হারবার ভয়
বসন্ত ছিল মনে হয়। তুমি বলেছিলে বৈশাখী

সান্নিধ্যে  মায়ার ইন্দ্রজাল। অসত্য স্বীকারোক্তি
ভাবনার অকারণ বাতুলতা। হাসির খোরাক
কথা পৃষ্ঠে কথা পর্যাপ্ত নয়। কেন পুনরুক্তি
আড়ালে শুকতারা। নাবিকও পথ ভুলে থাক

ফিরতি নিশ্বাসে বিষ আছে জানি। ঘ্রাণে বিরতি
সময়কে সময় দিয়েই বদলায়। সুস্থ হয় ইতিহাস
সংস্পর্শে শুয়োপোকা ভয়ঙ্কর। ইতি প্রজাপতি
শেষ ভাল যার সব ভালো। দেবকীর কারাবাস






                      ইকারাস