না গাওয়া গান
যেই লাশের মূল্য শুধু শোক পালনে
তাতে অনেক গল্প আছে হয়নি বলা
ধৈর্যহারা শোক বাহকের আস্ফালনে
জ্বলতে থাকে নির্ধারিত লাশের চুলা
কে'বা জানে কি পুড়েছে এই আগুনে
না বলাও অতীত তাতে পড়লো চাপা
সেসব দিনে ছিলে সাথে পৌষ ফাগুনে
আজকে তুমি সঙ্গে রেখো কান্না মাপা
হয়তো কিছু ময়লা ধুলো স্মৃতির ঘরে
লেপ্টে যাবে অশ্রু হয়ে চোখের তলে
অসাবধানে একটু যদি থাকেই পড়ে
কষ্ট করে ভাসিয়ে দিও শোকের ছলে
ছাই ধোঁয়ায় বিদায় নেবে উর্দ্ধাকাশেই
কালান্তরে পাতায় যাহার রইলনা স্থান
পাখি হয়ে পারি যদি তোমার পাশেই
শুনিয়ে যাবো চুপিসাড়ে অশ্রুত গান
ইকারাস