মৃত্যুর আয়ু থেকে কেড়ে নেবো মাত্র কিছু কাল,  
শুধু প্রেমের আকর্ষণে।
আকাশের শেষ নীল মনে নেই একটুও;
মৃত্যুর আয়ু থেকে ধার করা-
বাড়ী ফেরা আগামীর নেশাতুরও  বেঁচে থাকে!  
গাছের ছায়ার ভালবাসা তবু চলে যায় সরে সরে।
চোখদুটো বলে দেয় -
চাই নাকি অতিরিক্ত আয়ুটুকু।
আমি চাই মৃত্যুর আয়ু, তোমাকে রাখব বাঁচিয়ে;
আরো বহুদিন অনুভবের সরণীতে,  
একান্তে চুপিসারে।




              ইকারাস