মদিরার মন ভোলানোর কথারা
টেবিলেই মরে যায় শেষ রাতে
তবুও.....
নেশাটুকু প্রানের স্পন্দন অনুভব করে,
প্রতি সন্ধ্যার আহ্বানে
ক্ষনজন্মা বাক্যরা জন্ম নেয়
পরজীবী হয়ে,
আনন্দ দুঃখের রং মেখে
সকালেই উন্নততর প্রানী হয়ে যাই,
পৃথিবী শাসন করব বলে।
শুধুই শূন্য হাতে ফিরে আসা প্রতিবার
আবার প্রস্ততি নিই প্রিয় সন্ধ্যায়,
ক্ষনিকের রাজা হতে
ইকারাস