এলোমেলো ভাবনারা সব যত
    তখন শুধুই মনে এমন হত -
       স্বপ্নে যদি একটুখানি পাই
     তোর মনেতে এখন থেকে ঠাঁই
      যদিও জানি যোগ্য আমি নই  
      ভাবের ঘরে তাই লুকিয়ে রই  

তবুও কেন বলত অবুঝ মন
       তুই যে শুধুই আমার আপনজন
কিশোর বেলার আবেগ ভরা দিন
  বুদ্বি ছিল হয়তো অনেক ক্ষীন
   বলেছিলাম 'তুই কি আমার হবি'
কোন সাহসে এগিয়েছিলাম ভাবি

         কাছে ডেকে বলেছিলিস হেসে
    'ডুববো আমি তোর প্রেমেতে  শেষে?'
    লুকিয়ে ছিলাম চোখের অনেক জল
      হারিয়েছিলাম নিজের মনোবল
    মনের থেকে প্রেমকে দিলাম ছুটি
জীবন মানে শুধুই রুজি রুটি

কেন তবে হটাৎ করে আজ
     যেমন করে বিনা মেঘে বাজ
চমকে দিয়ে ধরলি দুটো হাত
      বললি হেসে 'দিবি আমায় সাথ?
       থাকবো আমি সারাজীবন ধরে
    ছাড়ব সেদিন যেদিন যাবো মরে'

    বদলে গেছে আমার সেসব দিন
  ঘাড়ের উপর দায়িত্ব আর ঋন
এখন আমি আমার মোটেই নই
  আমার জীবন আমার কাছে কই!

তবুও আমি রাখবো আজও তোকে
       মনের মাঝে আনন্দ আর শোকে




                    ইকারাস