এবার থেকে সকাল হলেই
             যাকনা লোকে ভাগাড়
থলি হাতে করুক সবাই  
               মাছ মাংসের বাজার
খাচ্ছে মানুষ কুকুর বেড়াল
                      খাচ্ছে মরা গরু
ভাগাড় থেকেই হোকনা তবে  
                 বাজার করা শুরু
সস্তা হবে খাসা হবে
               হোকনা ক্ষানিক পঁচা
দামের চোটে খুলবেনা আর
                গরীবগুলোর কাছা  
                          
রাস্তাঘাটের  বিরিয়ানি
                    কিংবা মাটন চাপ
হয়তো এতে লুকিয়ে আছে
                    ইঁদুর বিড়াল সাপ
মন্দ কিসে খাব এবার
                    জানিই যখন সব
অকারনে গেলো গেলো
                    উঠবেনা আর রব

কাক চিলেতে কাঁদছে কাঁদুক
                ঝরুক চোখের জল
মাংস খাবো থাকবো মজায়
                   বাড়বে দেহের বল
শকুনগুলো উপোস থাকুক
                এবার মোদের পালা
ভাগাড় শুধু তোদেরএকার!
                  এবার বুঝুক শালা
ওরাই শুধু দৃষ্টিধারী
                   দেয়না অভিশাপ
আমরা এখন নেই পিছিয়ে
                  হোকনা যতই পাপ
একে একে করছি দখল
                   জমি ভেরির জল
ভাগাড়টুকু রাখব ফেলে
                    কি কারনে বল?


                    ইকারাস