বর্ষা এলো ফর্সা আকাশ
ভরল কালো মেঘে
বৃক্ষরাজি উথালপাথাল
বইছে বাতাস বেগে
বর্ষা এলো ভরসা বুকে
খেতে চাষীর দল
রুইছে চারা ধান বা পাটের
বাড়ছে বুকের বল
ভরছে নদী ডুবছে পুকুর
ধরছে জেলে মাছ
নতুন পাতায় ভরছে শাখা
হচ্ছে সবুজ গাছ
দুরুম দুরুম ডাকছে আকাশ
লাগছে ভীষন ভয়
দস্যি ছেলে চুপটি করে
শান্ত হয়ে রয়
শ্রাবন ধারায় নাইছে ভুবন
শীতল হবে সব
নতুন প্রানের হাতছানিতে
হচ্ছে কলরব
সৃষ্টি হবে গান ও ছড়া
লাগবে মনে সুর
দুলবে ভুবন খুশির দোলায়
দুঃখ হবে দূর
ইকারাস