বলেছিলে আবার আসবো
ঠিক দেখা হবে।
কত ট্রেন চলে গেল
কুউউউউ......
স্টীম ইন্জিন ধূসর ইতিহাস হয়েগেছে,
সেইই.. কবে; কোনকালে
আর দেখা হয়নি,
হয়তো এরকমই
আর দেখা হয়না
প্লাটফর্ম পাকা হলো,
ট্রেনের কামরায়
আজ সাদা আলো।
কতদিন খুঁজেছি তোমায়,
ঠিক সেই জাম গাছ তলে,
আজ শুধু
শূন্য বাতাস
আর হাহাকার ঘোরেফেরে
পান দোকানের খোকনদা
ওভারব্রীজে শুয়ে থাকে,
বহুদিন হলো।
কত বাকি আছে ওর কাছে
কে তার হিসাব নেবে!
শোধ দেওয়া হয়নি
কখনো চায়নি সেও
হয়তো ওরা চায়না কোনদিন
যুগযুগ ধরে
টিকিট ঘরের কাছে
বুড়ি ভিক্ষারির
শীত কেটেছিল
ছেঁড়া কাপড়ের আশায়।
আর ফিরে যাইনি তার কাছে,
কথা রাখিনি
কথা রাখা যায়না
বইয়ের স্টলে
উঁকি দিয়ে দেখা
সেই সব বই
আজ আর নেই
সব সিডি হয়ে গেছে,
অথবা মোবাইলের ঘেরাটোপে।
নেই বই আর
হলুদ সেলফোনে মোড়া
নেই কোন উৎসুক চোখ
তিন নম্বরের প্ল্যাটফর্মের
চা-স্বপন
জেলে ঘানি টানে।
কে যানে
কোন অপরাধে?
এভাবেই জেলে কাটে দিন
নাহলে জেল কোন কাজে?
যে প্রেমিক যুগল
ঝাঁপ দিয়েছিল
জীবনের ওই পাড়ে,
রক্তের দাগ মুছে গেছে।
কত ট্রেন চলে গেল
ভালোবাসা পিষে দিয়ে,
প্রতিদিন প্রতিক্ষনে
তুমিও সব মিটিয়ে দেবে বলে
আর এলেনা।
সব ধার হয়তো শোধ দেওয়া যায়না,
তাই আর দেখা হয়না,
কোনদিন কোনখানে
ইকারাস