যৈবন স্মৃতি নিয়ে বেঁচে থাকা ধূসর প্রান্তরের
একাকী পল্লবহীন বৃক্ষ কঙ্কাল,
আয়না হয়ে সামনে দাঁড়ায়;
স্বপ্ন দেখা পাখির বাসা নেই,
ডানার পালকের স্পর্শহীন শীর্ন হতশ্রী
নেই কোন পথিকের বিশ্রাম ছায়া
শুধু আছে কালপেঁচা, শকুনের
আশঙ্কার ডানা ঝাপটানো।
তবুও একাকীনী কতকাল -
কটাক্ষর প্রতিরূপ হয়ে
ধীরেধীরে আমিও একাকার হবো
প্রাচীন বৃক্ষের সাথে সময়ের অভিশাপে
ইকারাস