পৌষ পাটালি কনকনে শীত
লেপের নীচে শোয়া
ঠোঁট ফেটেছে ঠাণ্ডা হাওয়ায়
জয়নগরের মোয়া

চড়ুইভাতি বন বাদারে
কিংবা নদীর ধার
টুপটুপটুপ শিশির পড়ে
চাদর কুয়াশার


পিঠেপুলি রসের হাঁড়ি
নলেন গুড়ের স্বাদ
মাদুর পেতে রোদের আমেজ
সকাল বেলার ছাদ

তেঁতুল আচার মটর শুঁটি
কমলা লেবুর কোয়া
উঠোন বাগান পুকুর ঘাট আর
শীতল গাছের ছায়া

স্বরস্বতী পূজার চাঁদা
কচি কাঁচার দল
শাঁকআলু বা কুলের সাথে
মিষ্টি পানিফল

ফুল চুরি আর রাত জাগরণ
প্রথম বিড়ির টান
সকাল বেলায় পুজোর আগে
ঠাণ্ডা জলে স্নান


স্কুল খিচুড়ি বাঁধাকপি
দুপুর বেলার ভোগ
চাটনিটুকু হতেই হবে
নইলে অভিযোগ

সর্দি কাশি ঠাণ্ডা লাগা  
বন্ধ হলে শ্বাস  
রসুন আদা তুলসী পাতা
নয়তো চ্যবন প্রাস

মাংকি টুপি শাল সোয়েটার
আগুন সেঁকার রাত
কোটের পকেট ঠিক খুঁজে নেয়  
ঠাণ্ডা দুটো হাত

বই মেলা আর ভিক্টোরিয়া
সবুজ গড়ের মাঠ
বাদাম খোলা প্রেমের ছোঁয়া
হাতের উপর হাত

ক্রিকেট ইডেন অস্ট্রেলিয়া
অন্য কোন দল
কানের কাছে রেডিও ধরে
শোনা খেলার ফল

বড়দিনে কেকের চলন  
বছর শেষের মজা
পুরনোকে বিদায় দিয়ে
নূতন বছর খোঁজা

এখন যেন হারিয়ে গেছে
আমার প্রিয় শীত
মানুষ কেমন বদলে গেছে
ভুলছে হিতাহিত

তবুও আজও বন্ধ করে
আমার দুটি চোখ
হাতড়ে বেড়াই সেই সময়ের
আনন্দ আর শোক



                         ইকারাস