ভালোবাসা হলো এক বিশাল আকাশ। যেখানে আছে তারার মতো অনুভুতিতে সাজানো!
কখনো জ্বলে উঠবে তাপে
ছলনার রশ্মি।
কখনো বা বৃষ্টি হয়ে ঝড়বে
আশাবাদী স্বপ্ন;
সুখ-শান্তি, রাগ অভিমানের ফসল ফলায়ে,
অনুব্যাক্ত কথাগুলা প্রকাশ হয়ে-
দীর্ঘ এক জীবন সংগ্রাম পাড় করিয়ে
নিয়ে যাবে দূর-দূরান্ত।

ভালোবাসা তো বহমান নদীর স্রোত।
যা চলতে থাকে সামনের দিকে
ফিরে দেখে না পিছনের দিনগুলো,
অনুভূতিহীন পড়ে থাকা রাতগুলো।
স্বপ্ন দেখিয়ে বাধা পেরিয়ে
এগিয়ে চলে জীবন প্রান্ত
থামে না বসে না প্রবাহের দিগন্ত।

ভালোবাসায় নাই ঠিক - দিগন্ত
স্বপ্নহীন থেকে স্বপ্নজাল বুনে
পাষাণ থেকে হৃদয়পুর গড়ে
চলে যে এক সীমানা পেরিয়ে অন্য সীমান্ত