স্বপ্নচারিতা স্বপ্ন দেখে যায়-
অপলক দৃষ্টি দিয়ে,
আনমনে গল্প করে,
তবুও হাসি দিও না!

তোমার সাথেদেশ হতে দেশান্তরে যায়-
হাত ধরে অজানার উদ্দেশ্যে।
ভালোবাসার পরশে;
তবুও হাসি দিও না!

জ্যোৎস্নার চেয়ে আছে আলোকিত
সে ওই হাসির মাঝে
আমার প্রেমের পথের নেশাপুর।

আমি পারবো না নিতে
মুক্তায় ভরা চাকচিক্য;
যা আছে তোমার হাসিতে।
হাসির প্রেম যে বড্ড ভয়ানক মিসাইল !
স্বপ্নচারিতা হাসি দিও না স্বপ্নে।