একটু সময়ের মধ্যে কত  দূরত্ব কমে গেলো
মন জোড়ালো একটু নমনীয় কথায়!
রাতের আঁধার তবুও সকাল মনে হলো
নমনীয় কিছু কথার আলপনায়।

স্থির  এক জায়গায় ভালো লাগলো
একটু নমনীয়তা আর সময় পেয়ে
অনেক মানুষের মধ্যে তাকে লাগলো ভালো
আমি তার কাছে গেলাম অসহায় হয়ে ।

নমনীয়তা আর সময় পেলে
সবাই অসহায় হয়ে যায়।
একটু সময়ে ভালো ব্যাবহার এলে
আমি তার কাছাকাছি থাকতে চাই।

সময়টা অল্প হোক কিংবা বেশি
সবটুকু কথার মধ্যে নমনীয়তা পেলে
হয়ে যায় আমি চাষি
চাষী যেমন জমির কাছাকাছি থাকে, যেতে চাই তার কাছে আমিও তেমন কলাকৌশলে।