চারিদিকে শুধু অন্ধকারে ঢাকা
এ জীবন যেন তাই বৃথা!
অন্ধকারে বসে আজ চিন্তা করি কত কাজ
তবুও পাই না উপায় শুধু অন্ধকার দেখি তাই।
এমন সময় এলো সামনে;
জ্বলজ্বল করে উঠে আর থামে!
পিছন থেকে লাইট মেরে তারকা সেজে আমার ঘরে  
আহা কি যে সুন্দর!
বিরহ মনে উকি দিয়ে ডেকে ডেকে আমায় বলে!
দেখ, দেখ আমরা আজ বুঝাতে এসেছি ধাধার কাজ!
আমরা চলি সামনে এগিয়ে
পিছনের আলো থামিয়ে জ্বালিয়ে!
এই আমাদের জীবন ধারা
সকল কাজ আধারে ভরা!
আমরা থামি না আধারে
যখন নিজের আলো নেভে
এগিয়ে চলি সামনের দিকে সকল আধার পথ পেরিয়ে!