বিবেক হারিয়ে,
ধোকা প্রতারণায় মেতে,
মিথ্যা মোহে ভুলে-
শান্তির আশায় গেছো বহুদূরে।
নিজের মানোবতার অস্তিত্ব হারিয়ে,
আজ আছো কাল নাই দেখেও,
মাটির শরীর মাটিতে রইবে বুঝেও-
করেছো নিজেকে মহান ধোকায়!
কোন সে সুখের নীড়ে তুমি?
যেথাই দালান কোঠা পড়ে রইবে -
মাটির দেহ মাটিতে খাবে,
ধোকা প্রতারণা সাথে যাবে,
কর্মই হবে আসল ঠিকানা!
যাবে না সুখ - সৌন্দর্য,
কিংবা উপভোগের মুহুর্ত।
ফিরতে হবে জায়গা মতো!
তাহলে আজ কেন ফিরবে না??
ও পথিক আজ কেন সঠিক পথে ফিরবে না!