গেছি দূরে বহুদূরে পাড়ি দিয়ে-
অসৎসঙ্গের সাথে নিয়ে,
খেলার মাঠের সঙ্গ দিয়ে,
কথা না শুনে অবাধ্য হয়ে!
বুঝের অভাবে অবুঝ থেকে,
রাগে অভিমানে ক্ষোভে পড়ে,
অপ্রত্যাশিত আশাবাদী হয়ে,
বিপথে হেটেছি আমি।
বন্ধু নামে দুষ্মনের কাছে-
বিনোদনের খোজে অপসাংস্কৃতি পেয়ে।
আবেগের রোষানলে প্রেম দিয়ে!
শিক্ষা নামের অপশিক্ষায়-
বিবেক হারিয়ে দিশেহারা হয়ে,
ক্ষমতার লোভে জাহিলিয়াতের জেরে,
নিজেকে হারিয়ে ফেলেছি বিপথে।
হায়! যদি বুঝতাম সঠিক পথের নিশানা
দিতাম না দিতাম না হারাতে নিজেকে।
গড়তাম আদর্শের জীবন নদীর স্রোত
নিয়ে যেতাম সুখের প্রান্তে।