তোমার অভাব ছুয়ে পাবে না আমায়
হাত দিয়ে নয়,
মন দিয়ে ছুয়েছি বলে।
যতই দূরে থাকো অবহেলা দিয়ে
গুটিয়ে নেবো না নিজেকে
শামুকের মতো তোমাকে হারানোর ভয়ে।
এতোদিন ছিলাম বোকার মতো
দুইকে আমি এক মনে করে!
দূরে ঠেলে দিয়ে ভালো থাকার
কৌশল শেখালে তুমি একক ভাবে!
এখন আর মনে করি না;
তুমি ছাড়া কেউ আমায় ভালোবাসে না
তুমি ছাড়া কেউ কাছে আসবে না
তুমি ছাড়া আর কিছু লাগবে না
তুমি ছাড়া আর কিছু নাই আমার।
আকাশের দিকে চেয়ে দেখি ;
নক্ষত্র, বিশাল বিশাল গ্রহ নিজের তুলনায়
ক্ষুদ্র উপগ্রহ ছাড়া যেন অচল,ভারসাম্যহীন!
আমার পায়ে পিষে যাওয়া নির্যাতিত ঘাস আবার সবুজ হয়ে প্রাণিদের খিদা মিটায়।
এই ভারসাম্যপূর্ণ, ভালোবাসাময় পৃথিবীতে এসেছি, আছি এখনো এইটা তো বড় ভাগ্য আমার।
কিভাবে আছি নিজে অসহায়ের মতো এক না পাওয়া বেদনায় ডুবে আজও?