চোখ দিয়ে দেখতে পাই না
ছোট থেকেই নষ্ট দৃষ্টি শক্তি যে তাই।
খোজে চলাচলের পথ নিশানা
এদিক ওদিক হাত বাড়িয়ে যদি পাই।
চোখে পড়া এক কালো চশমা
গায়ে ছেড়া ছুটা সাদা পাঞ্জাবি
সারা শরীর জবজবে ভরা ঘাম
সবার কাছে ফরিয়াদ জানায় অবিরাম।
খিদে ভরা পেট নিয়ে,
অন্ধ তাও পথে পথে ঘুরতে থাকে।
কিছু টাকা পয়সা পেলে,
স্বস্তির সাথে অন্ন জুটবে নিজের পেটে।
অন্ধ হয়েছে বলে আজ
কেউই দেই না, তাকে কোন কাজ!
বাধ্য হয়ে ভিক্ষুক সাজে
পেটের দায়ে মানুষের কাছে হাত পাতে।
খিদা মেটাতে, দুটো টাকা পয়সার জন্য
হাত পেতেছে সবার কাছে।
পেটের জ্বালা মিটাবে বলে
শুনতে হয় অনেকের ভাষা জঘন্য!
এই জীবন কি কোন জীবন!
চালচুলোহীন সহায় সম্বল
সারাজীবন অন্ধত্বের বরণ
তবুও করে বাচতে চাওয়ার আশা।
আয়ু আছে যতদিন বাচতে হবে ততদিন
তাই খিদা মিটাতে হাত পাতা
যদি দুটো টাকা পয়সা দেন মাগো
কমবে না তাতে আপনাগো।
কাজ করতে পারি না বা'জান
যদি কিছু তাই দিয়ে যান
অন্নজুটবো আপনাগো দানে
দুয়া করি অনেক আপন মনে।
ভিক্ষুক, দুয়া করে অন্যের জন্য
নিজের জন্য দুয়া
যেন ডিমের কুসুম দিয়ে বানানো মুয়া।
অন্যেরা কিছু দিলে তাতেই সন্তুষ্ট মিলে
আর কিছুই চাই না, শুধু খিদাটুকু মিটিলে।