মাগো -
তোমাদের পাদমূলে নিবেদিত অসংখ্য প্রণতি।
অযুত - লক্ষ্য - নিযুত - কোটি - আরো কি বেশী।
মেঘে ঢাকা তারা তুমি - শান্তি স্বরূপীনি।
আমি যে তোমাদেরই উত্তরসূরী।

দিনক্ষন শুনি তোমাদের পদধ্বনি।
শুনি সোহাগের বানী।
আজ কেবলই শূন্যতার বিচরণ।
হৃদয়ের শুষ্ক মরুভূমি।

তোমরা বেঁচে আছ -
আমার অনন্য হৃদয়ের মানচিত্রে,
মনি কোঠার অন্তরালে ছায়া কাঠি হয়ে।
আমি বেঁচে আছি স্মৃতির এ্যালবাম ধরে।

হাসি কান্না - সুখ, দুঃখ,
কত শত বেদনার মুহুর্ত -
ছিন্ন বস্রে বেঁধে রেখেছিলে
ভাঙ্গা ইতিহাসের সূচীপত্র।

উপেক্ষিত সময়ের ডাক বিবশ শরীরের আঙ্গিনায়,
স্বপ্ন গুলো হারিয়ে যায় নীরব নিস্তব্ধতায়।
বিষাদের ছায়া - বিলাপের উচ্ছ্বাস
ঘোর স্তব্ধ সমাধি আবাস।।

------------------------- শিউলি সরকার