আমি নারী,
লাঞ্ছনার স্বীকৃতি।
আমি অধম,
উত্তমের আকাঙ্খার প্রতিশ্রুতি।
আমি রমণী,
লোলুপ দৃষ্টি শাহেনশার ক্রীতদাসী।
বিপ্লব -
দিকে দিকে বিপ্লব,
যৌনতার বিপ্লব,
ব্যভিচারিতার বিপ্লব।
ক্ষীণ লালসায় নগ্নতার ঢেউ,
অনাবৃত লজ্জা ঢেকেছে,
প্রত্যাশার চোরাবালি।
নিরবে নিভৃতে কাঁদে,
দগ্ধ সাহারার মরুভূমি,
ধু ধূ বালিচরে,
পোড়া যন্ত্রণার অনুভূতি।
আমি নারী-
নারীত্বই আমার অপরাধ।
বিকৃত রুচির অভব্য আচরণ।
যৌবনের উন্মাদনায়
বিবেকহীন হত্যা,
উলঙ্গ করেছে আজ
আমাদের পিতৃ সমাজ।
আমি সেই কূলেরই নারী।