ঐ শহরে নিত্য সন্ধ্যা নামে
সেথায় আমি পাখির মতো উড়ি,
ঐ শহরের বাতাস আমার চেনা
আমি সেথায় লাটাই বিহীন ঘুড়ি।

এখন আমি অনেক দূরে থাকি
শহর যেন আমায় দিচ্ছে ডাক,
সেথায় আমার বন্ধু যারা আছে !
আমরা সবাই বাবুই পাখির ঝাঁক।

শহর তোমায় বড্ড মনে পড়ে
তাইতো আমি তোমার কথা লিখি,
তুমি ছিলে মায়ের মতো আপন
নিত্য আমি স্বপ্নে তোমায় দেখি।