যখনই শশীময় পৃথিবীর স্বাদ নিতে চাই,
তখনই কে যেন উঁকি দেয় চন্দ্রের আবডাল থেকে।
জ্যোৎস্না ঢেকে যায় নিমেষেই!
অন্ধকার ঘনীভূত হয় আমার চারপাশে।
যন্ত্রণায় বিদগ্ধ হয় মস্তিষ্ক
কেবলই শূন্যতা আর হারিয়ে ফেলার ভয়ে চিন্তামগ্ন হই।
এ যেন এক সমুদ্র অন্ধকার!
চিন্তাগুলো পোকামাকড়ের ন্যায় কিলবিল করে
অপরূপ রাতের খুব কাছে এসেও ফিরে যেতে হয়।
অজানা গণ্ডিতে আবদ্ধ হই বারবার।
এই পাহাড়সম যন্ত্রণা থেকে পরিত্রাণের পথে,
অনাদিকাল থেকে হাঁটছি।
বিশুদ্ধ চন্দ্রসুধা গ্রহণের প্রহর গুনছি।