কথা কিন্তু হাছা
শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক
--------------------
আমি কিছু বলবো কথা
দেশবাসী, ভাই,চাচা-
শুনতে একটু মন্দ হলেও
কথা কিন্তু হাছা।
পরের টাকা লুটে খেয়ে
মোটা করছে পাছা-
তেলের খনি নেতার ঘরে
তুললে খাটের মাচা!
দাবি করে আল্লার ওলি
দাড়ি কিন্তু চাঁছা-
কথা দিয়ে চিড়া ভেজায়
সবখানে পরগাছা!
মানুষেরও হইছে নকল
নেই তো কিছু সাঁচা!
ভালো লোকের জীবন যেন
বন্দী লোহার খাঁচা-
মন্দ লোকে স্বাধীন চলে
হাসি খুশি নাচা!
একেবারেই ভুলে গেছে
নরক থেকে বাঁচা!
শোনো শোনো বাছা
শুনতে একটু মন্দ হলেও
কথা কিন্তু হাছা!