পড়ার চাপে
শেখ শান্ত বিন আঃ রাজ্জাক
---------------------------
আব্বু বকে আম্মু মারে
এ কী জ্বালা বলবো কারে
করি কী উপায় !
পড়ছি মাত্র ক্লাস ওয়ান
কাঁধে যেন বইয়ের দোকান
শক্তি নেই দু'পায় !
পড়ার চাপে মাথা ঘোরে
স্কুলে যাই উঠে ভোরে
ভীষণ ক্ষুধা পায় !
মন্টা চায় পালিয়ে যাই
পড়ালেখা যেথা নাই
এমন নিরালায় ।
নেমে আসবে দুখের কালো
নিভে যাবে সুখের আলো
পা রাখি কোন নায় !