জীবনের ভোর
শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক
----------------------------
প্রতিদিন ভোর হয় পক্ষির সুমধুর
কুঞ্জন কর্ণে এসে দোল খায়
কত সুখের গোধুলী বয়ে যায়
কবে জীবনের তমশা কাটিয়ে
আসবে রঙিন ভোর?
আনমনে নির্জনে তারি ভাবনায়
গুণে চলেছি কত যে প্রহর
যান্ত্রিক জীবন কোলাহল ব্যস্ত লোকালয়ে
জাগতিক ঝড় ঝাপ্টায় জীবন আজ বিপন্ন
মুক্ত গগনে কত যে স্বপ্নের ভেলা ভাসে
যাতনার কৃষ্ণ কালিতে হৃদয় পাতায়
এঁকে চলেছি জীবনের ভোর
যেথায় নেই কোন হিংসা ,দুশ্চিন্তার পরশ , লেশ যাতনার
রক্তের হলি খেলা , বাঁচার ত্রাস
পূর্ণতা শুধু সুখ শান্তির বাহার
প্রতিক্ষায় ,কবে গোচরে প্রস্ফুটিত হবে সেই ভোর ।