ভেজাল
শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক
================
আদায় ভেজাল ধাঁধায় ভেজাল
ভেজাল এখন অয়েলে
চালে ভেজাল ডালে ভেজাল
ভেজাল মশার কয়েলে !
একটার পর একটা জ্বালাই
আছে যত দামি
গাইছে মশা কানের ধারে
হয়না কোনো কামই !
ফুলে ভেজাল কুলে ভেজাল
ভেজাল ডাবের পানিতে
কেশেও ভেজাল দেশেও ভেজাল
ভেজাল রাজা-রানিতে !
জনে ভেজাল মনে ভেজাল
ভেজাল ভালোবাসাতে
ভাঙতে ভেজাল গড়তে ভেজাল
ভেজাল স্বপ্ন আশাতে !
আঁখি মেলে যেদিকে চাই
শুধু ভেজাল দেখি
দেখতে আসল মনে হলেও
আসলে সব মেকী !