থার্টিফাস্ট রজনী
শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক
====================
থার্টি ফার্স্ট রজনী আসে পূর্ণরুপে
সেঁজে কারো ফুর্তির লাগি
যতো নেশার সামগ্রী ও ললনার সাথে
কাটে সারানিশি জাগি ।
শত কু-কর্মের পরিকল্পনা পূর্ণ হয়
বর্ষ বিদায়ী এ রাতে
নেশার দ্রব্যে হাবুডুবু খায় আর
নাচগানে খুব মাতে !
আমোদ ফুর্তি ঢেলে দিতে ঘুরেঘুরে
আসে এই দিন, ওরা কয়-
সর্বস্ব দিয়ে পাপ কেনা হয়, এ রাতে
হয় না কিঞ্চিৎ নয়ছয় ।
অনৈতিক আর চারিত্রিক অবক্ষয়ে
বিদায় করে একটি বছর
কী পেল আর কী পেল না হায় !
আছে কী সে খবর?
ওরা নির্বোধ পাপিষ্ট বেহিসেবি মানুষ
মৃত্যুর পানে একপা বাড়াল আছে কি তা হুস ?
বরাদ্ধ হায়াতের একটি বছর হয়ে গেল শেষ
গতসনের পাপ পূণ্যের করেছ কি হিসেব লেশ?
কতো ভালো কার্য রয়ে গেছে বাকি
কতো পাওনাদারকে দিয়েছো ফাঁকি
যতো মন্দকর্মভাবনা দূরে ঠেলে
করো সৎ কাজের পরিকল্পনা
একাল বালুগৃহ সর্বদা রাখ খেয়ালে
ক্ষণেক্ষণে করো সেকাল ভাবনা ।
তবে জীবন হবে সুন্দর নিষ্পাপ
শুধু মহৎ কামে ছুটবে মন
পাপকর্ম লাগবে খুবই তিক্তময়
হবে সুবাসিত পুষ্পের মতন ।