আমি কাছে আসতে জানি,
ভেজা চোখে হাসতে জানি,
সুখ-ডুব হাতছানিতেও
দুখে আমি ভাসতে জানি।
তুমি যতো দূরেই থাকো,
যতো খুশি বিভেদ আঁকো,
জানো তুমি সবই আমার
জল-খেয়া-স্রোত আর সাঁকো।
রূপে রসে শান্ত আমি,
জাঁকে ভানে ক্লান্ত তুমি,
হৃদি-কায়া তটিনী আমার
তুমি পোষো ধূসর ভূমি।
সাদা কালো বর্ণ আমার,
নেই লোভ রঙীন ক্ষুধার,
তুমি রঙে বেরঙ বিবশ
দ্বেষভারে মূক নিরাধার।
যে অযোগে তোমার প্রলাপ,
যে গুমরে পৌরুষ দাপ,
ছোঁয় না সে আমার হৃদয়
বৃথা কেন দাও অভিশাপ ?
সেই শাপে আমি পূত রই,
নারী-বরে প্রবাহিণী হই,
আমি কার আমিই জানি
নারী আমি ... সরোবর নই।