তোমার ঘরেই বসত আমার
তোমার কাছেই ঋণ,

তবু তোমার পাই না দেখা
তাই নিজেকে লাগে একা,
নাও না তুমি ঋণের খবর
দেনার ভারে ঊষর জঠর
নীরস রমণ অসার রোদন
সত্তা জীবনহীন।

তোমার ছাঁচেই নকশা আমার
তোমার রঙেই রূপ,

তবু এখন চার দেয়ালে
যত্নে রাখি সব আড়ালে,
হয় না দেখা নিজের সাথেই
ভয়-আধি-লাজ সব দেখাতেই
নগ্ন লোভে নিরোধ বেঁধে
সভ্য সাজি খুব।

তোমার দাগেই বিম্ব আমার
তোমার ছোপেই খোঁজ,

তবু এখন মুকুর জুড়ে
কৃষ্ণ বিষাদ গুমরে মরে,
পাই না তোমার দীপ্ত ছবি
তাই হয়েছি তঁচক কবি
অসিত ধূলায় কলম ঠুকে
কাব্য আঁকি রোজ।

তোমার করেই জন্ম আমার
তোমার বরেই শেষ,

তবু নাচি জীবন মেলায়
যোগ বিয়োগের নিত্য খেলায়,
ভাবনা কিনে স্বপ্ন বেচে
রাগ অনুরাগ বিরাগ সেঁচে
বুনছি মায়ার তসর ... জানি
হবো নিরুদ্দেশ।