তুমি আছো স্বপ্নের কোলে শুয়ে,
ঘুম চোখে ক্লান্তি দিয়েছে ধুয়ে।
মন খেলে তোমারই ... অগোচরে,
তুমি জাগো ঘুমন্ত অবসরে।
ঘুমে তুমি শুধু ইচ্ছের মিতা,
অনুপমা স্বপ্নের পরিণীতা।
তুমি নও কারও সীতা পার্বতী,
ঘুমে তুমি শুধু রাধিকার দ্যুতি।
নেই ঘুমে রীতিনীতি সীমারেখা,
তাই বুঝি অদেখা কবিতা লেখা!
ঘুমঘোরে তুমি মন তুমি কবি,
কখনও বা তুমি পট তুমি ছবি!
তুমি ঘুমে স্বপ্নকে ডাকো যখন,
উত্সবে মাতে নিরসিত নয়ন।
পার্বণে কালো রাতে আসে ঘোর,
অলীকের অনুভবে হাসে ভোর।
তুমি শুধু তুমি নিদ্রা বাসরে,
স্বপ্নেরা রাখে ভরিয়ে আদরে।
অনাদায়ী সুখেরা যে দুখে পর,
ঘুমে তারা তোমারই যে অনুচর।
আমি তাই লেখনীতে ছুঁয়ে দেই,
ঘুমে থাকা তোমাকে ... এভাবেই।
সেই ছোঁয়া নিদ্রার পরী বেশে,
মাখো তুমি ঠোঁটে ... আনমনে হেসে।