তোমার স্পর্শে নারী হয়ে আজও
নিমীলিত করে আঁখি,
পলক লুকিয়ে লাজুক আবেশে
আপনায় মিশে থাকি।
তুমি আছো তাই আমি প্রণয়িনী
কখনও রমণী কভু বিরহিণী,
রাধা মীরা সীতা দূর্গার বরে
হৃদিকায়া স্রোতে প্রেমসুধা ভরে
নিরত ব্যাপৃত বন্ধন সুখে
তোমারে যতনে রাখি এই বুকে,
অযাচিত শত সংকট ক্লেশে
বেহুলা বিলাসী রূপ নেই হেসে,
আপনারে ভুলে প্রমিতির হাসি
মায়াবী ওষ্ঠে মাখি।
তোমাতেই সঁপে তোমারেই জঁপে
আপনারে খুঁজি রোজ,
এক জনমের নারীত্বে পাই
বহু জনমের খোঁজ।
ভাবী জনমের আজন্ম আঁশে
ভালোবাসা স্রোতে অনুরাগ ভাসে,
লাজহরণের কামনায় রই
প্রসাধিত হই, অনাবৃত হই
তোমারে লজ্জা, তোমাতেই চুর
ব্যথা সুখ জ্বালা মিশে সুমধুর,
আঁখিকোণে এঁকে স্বপ্নীল নোনা
মেটাই তোমাতে মেশার বাসনা,
শীর্ষ সুখে কমলিনী দেখে
অনাগত যে সরোজ।
তোমার নমনে মননে চেতনে
আমি রই অমলিন,
দিবস রজনী প্রভাতে দোসর
সতত, কালহীন।
তুমি যতো রাগো মিছে অভিমানে
অনুলেহ মোর তোমারেই টানে,
মাথা খাও তবু আমারই তো থাকো
সবকিছু ফেলে আমারেই রাখো
দাপ জাঁক ভুলে অরব বিভোরে
আমারেই রাখো নন্দিনী করে,
আমি থাকি তাই তুমিও যে আছো
ডুবে ভেসে তুমি আমাতেই বাঁচো,
তাই তুমি নও নর শুধু, তুমি
মোর প্রেম, চিরদিন।