কোথায় গেলো
নিটোল রোদের ছোঁয়া,
শুদ্ধ শরত আকাশে এখন
বিষণ্ণতার ধোঁয়া।

কোথায় প্রিয়
কোকিল সুরের ডাক,
বেদনার ছাই কণ্ঠে মেখে
ডাকছে যে দাঁড়কাক।

কোথায় পাবো
অলস ঘুমের শান্তি,
খর অনুতাপ লেপছে মনে
অনিদ্রা জ্বর ক্লান্তি।

কোথায় শুভ্র
কাশের বনে হাসি,
মর্মপীড়ায় কাতর ঠোঁটে
আর বাজে না বাঁশী।

কোথায় কোমল
সন্ধ্যা সমীরণ,
নিথর আকাশ, নির্বাত যেন
সূর্য ডোবার ক্ষণ।

কোথায় স্মিত
জোছনা নদীর বুকে,
প্রেমহীনতার কৃষ্ণ বিষাদ
রজত চাঁদের মুখে।

কোথায় মধুর
হাস্নাহেনার গন্ধ,
মৌনী এখন ঝরনার গান
ভাবনা হয়েছে অন্ধ।

কোথায় আমার
ললিত ভাদ্র মাস,
তুমি নেই তাই হৃদয় এখন
বিরহের ক্রীতদাস।