তাঁরা আর নেই তাই ...

মেঘ সঙ্গীতে বিরহ ঢাকছে অনুনাদ,
মরা জোছনায় অনুতাপ মাখে দুখি চাঁদ,
অবনী শুচির মিলন ধারায়
দ্রবীভূত আজ দ্বিধা খাদ।

তাঁরা হারিয়েছে তাই ...

কণ্ঠভূষণে কন্টকলতা নেই ফুল,
চেনা মেঠো পথে অজানা ব্যথার খর শূল,
অবয়ব জুড়ে হিবিজিবি দাগ
দিয়ে গেছে সামাজিক ভুল।

তাঁরা চলে গেছে তাই ...

এখন নৃলোক নিরয় সমতুল্য,
পায়নি মানব মানবতা আনুকূল্য,
রুদ্ধ হয়েছে সময়ের ডাক
হিত সুখ দুর্মূল্য।