সন্ধ্যা মেঘে মন তুলিতে
আঁকছি তোমার খুব প্রিয় সেই ছবি,
ভাবনা সভায় পটুয়া আমি
প্রেম আসরে খুব সাধারণ কবি।

মেঘমন্দ্রের সান্ধ্য নীলে
হৃদয় রঙে মাখছি প্রেমের লাল,
তোমার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালে
যেমনটা হয় তোমার কোমল গাল।

মেঘ-ক্যানভাস সরিয়ে যখন
শ্বেত জোছনা মেলবে রজত চাদর,
মন-কুশিকাটা বুনবে কাঁথা
বুনেছি যেমন কাব্য সুধার আদর।

হাস্নাহেনার সুবাস শুষে
চিত্রকরের মতোই খেলবো রঙে,
তোমার চিকুর গন্ধে যেমন
ঘুম ভুলে যাই মাতাল কবির ঢঙে।

রাত আকাশে হাত বুলিয়ে
জামদানি আজ ভরবো তারার সাজে,
কাব্য আমার নকশা হয়ে
দীপ্ত যেমন তোমার মনের ভাঁজে।

শাপলা শিমূল সরোজ বকুল
তোমার জন্য বাঁধবো শিশির ডোরে,
আমার সহজ কথার মালা
নিত্য তোমায় মুগ্ধ যেমন করে।