খুব একটা কি জটিল ?
মনের কথা বললাম, আর
পড়লো চাকে ঢিল!

ভালোবাসি বললাম,
তাতেই হলো মন মিতালীর
পালিশ আর চুনকাম!

না বলেই তো ছিলাম,
কোন শখে যে শ্বেত বালিশে
তেল মাখা ঘুম দিলাম!

বন্ধু ছিলে, প্রিয় ...
খুব সহজে তাই বললাম
ভালোবাসাটাও নিও।

ভাবছো কেন এতো ?
উত্তর তো চাইনি, কিসের
বিষম হিসাব শত!

এত্তো সহজ কথা,
তবু কেন কষছো মনে
নিয়ম-গণিত-প্রথা ?

থাকুক না এই স্মৃতি,
ভালোও বাসি, সঙ্গে মেশা
বন্ধুবরের প্রীতি।

ভালোবাসা থাক সাথে,
কেউ না জানুক আমরা জানি
কার কি ক্ষতি তাতে ?