সে কখনও রাত জাগে না
তবুও যে সে স্বপ্নহীনা,
আমি বিনিদ্র একাকী আঁধারে
স্বপ্নে বিভোর, ঘুম আসে না।
প্রেম বোঝেনি সে কখনও
তবুও যে পায় আমার আদর,
আমার মনের প্রেম আকাশে
অনাদৃত মেঘের চাদর।
সে কখনও ছোঁয় না নীহার
তবুও কনক অন্তর তার,
আমি পান করি শিশিরের সুধা
হৃদয়ে তবুও ক্লান্তির ভার।
হয় না বাতুল সে কখনও
তবু তার চোখে আবেগের ঢেউ,
আমি বিবাগীর বেশ ধরি তবু
আমায় প্রেমিক বললো না কেউ।
সে কখনও বাড়ায় না হাত
তবু তার পানে আমি চেয়ে রই,
বাহুডোরে তারে যতো বেশী চাই
ততো বেশী আমি অনাহূত হই।
অশান্ত সে হয় না কখনও
তবু মায়াবিনী হাসি তার মুখে,
আমি অস্হির যাতনায় মরি
বেঁচে থাকি তবু অনাদায়ী সুখে।