দেহাবসানের পাশে,
এক জীবনের শুদ্ধ ও ভুল
প্রশান্ত হাসি হাসে।

শুদ্ধ হাসিটা কূট,
প্রথম প্রেমের চাহনি যেমন
করেছিলো হরিলুট।

অভিনব সে অনুভব,
প্রথম ছাপা কবিতা যেমন
দিয়েছিলো গৌরব।

ভুলের হাসিতে নাকাল,
নিশিজাগা ভাব যেমনটা দিতো
দায়িত্বহীন সকাল।

সেই প্রসাদেই তোষণ,
শব্দ-ছন্দ-ভাবনায় মোড়া
আমরণ বিভূষণ।

শুদ্ধ বলেছে হয়নি,
কবিচিত্তের ভুল বলে, ‘শুচি
কবি ভাব তোর সয়নি’।

ভুল বলে, ‘তুই খাসা,
মর্ত যে তোর জায়াই মাত্র
কাব্যেই ভালোবাসা’।

শুদ্ধ বলে, ‘মৃন্ময়,
চাল ডাল তেল হিসেবে জীবন
কবিতাটা তোর অভিনয়’।

ভুলটাই আদি সত্ত্ব,
দৈবী সিদ্ধি এষণে যে তাই
মেকি সুখে নর মত্ত।

নিপাত দ্বিপথে এসে,
ভুল-শুচি স্নানে মানব হয় তো
কবি হবে অবশেষে।