বুকের ভেতর পুষছো রাগ
হৃদয়জুড়ে দিচ্ছো দাগ,
মুখটা সাজে হাসির শোভায়
মনে তোমার ফুঁসছে নাগ।

আমার জীবন জলছবি
সহজ লাগে আজ সবই,
সাদামাটা দিনের শেষে
মনে হাসে শখকবি।

তোমার কথায় চলছে সব
তর্ক বারণ অসম্ভব,
ক্রীতদাসের জীবন আমার
শ’ আঘাতেও রই নীরব।

তবু তুমি নও যে স্হির
মনে ভীতিস্রোতের ভিড়,
বশীকরণের নেশায় তুমি
নিত্য ডোবো, পাও না তীর।

আমায় দেখো, শান্ত খুব
কাটছি সাঁতার দিচ্ছি ডুব,
সায়র বলে ‘কিসের দখল ?
মরবি যখন লোনায় চুব’।

তাই তো আমি গা ছাড়া
নেই কোনো ভয় মনগড়া,
প্রতাপ শাসন তোমার হাতে
তোমার হাতেই হাতকড়া।