তোমার আমার মিলন হয় তো
আর হবে না মর্তে,
প্রেমটা এখন জীবন নদীর
ঘূর্ণিজলের গর্তে।
নিকষ কালো জলের আধার
স্মৃতির চোরা ঢেউ,
অন্তঃস্রোতে ডুবছি দুজন
বুঝলো না তো কেউ।
এক শ্রাবণে পাগল ঝড়ে
মাতাল হাওয়ার তোড়ে,
প্রেমের চরণ ছুঁয়ে দুজন
হারিয়েছিলাম ঘোরে।
সময় হঠাত ঘোরের মাঝে
করলো বসতবাটি,
পেলাম না টের নিয়ম কখন
প্রেমকে দিলো ছুটি।
তুমি আমি ধরার বুকে
খুব একটা নই দূরে,
সবই আছে সুখটা শুধু
রইলো অচিনপুরে।
এখন শুধু মন আকাশে
নিরুদ মেঘের ভিড়,
সমাজ সাধুর হিসেব কষায়
নেই মাতনের চিড়।
পাগলামী সব নির্বাসনে
নিয়ণ্ত্রণের গ্রাসে,
তোমার আমার ভেতরটা তাই
মুখ টিপে আজ হাসে।
কোথায় ছিলাম কোথায় এলাম
চাওয়া পাওয়ার ভেদে,
প্রেমটা ডুবে ভালোই আছে
আমরা বাঁচি খেদে।
শুকনো চোখের অশ্রু জমা
স্মৃতির সরোবরে,
এক জীবনের বাকি সময়
কাটবে এমন করে।
আমরা দুজন এক হবো না
কার কি ক্ষতি তাতে,
প্রেমটা তবু স্বপ্ন দেখায়
ঘুম না আসা রাতে।