তাহার বিদায়ে কাঁদিলো পবন
বিরহ বারিদে ভরিলো গগন,
শত জনমের দ্বিভাব ভুলিয়া
শীতল হইলো গ্রীষ্ম দহন।
তাহার বিলোপে অচলা ধূসর
বিয়োগ পীড়ায় জমিন ঊষর,
কুসুম অসাড় অনিল নীরস
পান্ডুর শশী শুখা সরোবর।
তাহারে পূজিলো পরিজন কুল
বিলাপে গাহিলো আজন্ম ভুল,
অনুতাপ ক্লেশে নয়ন ভিজায়ে
রিক্ত চিত্ত করিলো ব্যাকুল।
তাহার স্মরণে লেখনী কথন
বিষাদ কাব্যে অচির চরণ,
সভা সমাবেশ মুখর মিছিলে
ক্রন্দন সুরে চেতনা মগন।
তাহার লাগিয়া আমার বেদনা
রুদ্ধ মননে দমিত যাতনা,
বুঝিলো না কেহ কি ক্লেশে নিথর
অন্তর কাঁদে আঁখি ভিজিলো না।
একদিন সব ভুলিবে তাহারে
ঘুরিবে মর্ত নিয়মের ফেরে,
রহিবো একাকী সিক্ত লোচনে
রাখিয়া তাহারে আপন আধারে।