আমার পোষা রাতটার কি হলো
কেউ জানে না।
আগের মতো আর গা ঘেঁষে আদর চায় না,
অকারণে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে
আমার মন নিয়ে খেলে না।
সারাদিনের অভিতপ্ত শরীরে দেয় না
সন্ধ্যা নিঝুম আদর,
মধ্যরাতের অমায়িক স্পর্শ, বা
প্রত্যুষ নীহারের চুমু।
হেঁয়ালি ভাবনার মাথায় হাত বুলিয়ে বলে না,
‘ঘুমাও, সকাল হলেই সব ঠিক হয়ে যাবে’।
কোনো এক চারুক্ষণে
তোমার কাছে রাতটাকে রেখে
কবিতা লিখেছিলাম।
এরপর থেকে রাতটা পর হয়ে গেছে,
তোমার মতোই ...
কবিতাগুলোও বুনো হয়ে যাচ্ছে দিন দিন,
রাতটার মতোই ...
শুধু প্রেমটা একা দীর্ঘশ্বাস ফেলে অন্ধকারে,
আমার মতোই ...