তোমাকে হারানোর ভয় যেদিন শেষ হবে,
সেদিন থেকে
নিজেকে খুঁজে পাওয়ার ভয়ের শুরু।

সেদিন অব্দি চলবে সমাজ আর সংসার,

আর চলবে
ভয়ঙ্কর সুন্দর স্বার্থপর প্রিয় বৈরাগের প্রতীক্ষা।

ততোদিন উপভোগ করো আমাকে।