আমার পাশেই তুমি
সামনে তোমার মুকুর,
মুকুর জুড়ে স্মৃতির বর্ষা
পড়ছে টাপুর টুপুর।
তোমার প্রতিরূপে
খুব প্রিয় সেই দৃশ্য,
প্রেম ধরেছি, মুগ্ধতাটা
রইলো যে অস্পৃশ্য।
চারকোণা দর্পণে
আমার যুবক দৃষ্টি,
আটকে বয়স মনকে ভেজায়
একুশ ফাগুন বৃষ্টি।
পাশের তুমি দোসর
সে প্রিয়া আয়নাতে,
তোমার সাথে সংসার, আর
পরকীয়া তার সাথে।
আরশিতে সব প্রেম
পাশেই ভালোবাসা,
বুকের ভেতর দোটানা সুখ
নিত্য জাগায় আশা।
রূপ প্রতিরূপ খেলায়
জিতছো রোজই বাজি,
প্রেমিক আমি হারের শরম
নিয়েই বাঁচতে রাজি।
কিস্তিমাতের তৃপ্তি
দিচ্ছে তোমায় ঘুম,
আমার রাতের কল্পনাতে
মুকুর প্রেমের ধুম।
বাতুল মনটা আমার
বুঝলোই বা কে,
আয়নাঘরে করছি বসত
আমি তুমি সে।